শুরু হলো ইউনিবেটর ‘মেন্টর ডেভলোপমেন্ট ক্যাম্প’

১১ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৪৪  
বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণদের উদ্ভাবনী চিন্তাগুলোকে বাস্তব রূপ দিতে দেশে প্রথমবারের মতো শুরু হলো ‘ইউনিবেটর মেন্টর ডেভলোপমেন্ট ক্যাম্প’ (এমডিসি)। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই কার্যক্রম। চারদিন ব্যাপী এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৈরি করা হবে ২০ জন ‘স্টার্টআপ মেন্টর’। বৃহস্পতিবার, ক্যাম্পের প্রথম দিন মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন গুগলের নেক্সট বিলিয়ন ইউজার (এনবিইউ)-এর হেড অব অপারেশন বিকি রাসেল। উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণ বিষয়ে মেন্টরিং প্রদান করেন তিনি। ইউনিবেটর আয়োজক সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয় জীবনে তৈরি করা বিভিন্ন অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট ও থিসিস পেপার থেকে সফল স্টার্টআপ তৈরির এই প্রতিযোগিতায় গত ১০ দিনে পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৫ হাজারের বেশি তরুণ। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য ইউনিবেটরের ওয়েবসাইট থেকে। গত ২৯ জানুয়ারি, আইইবি’র শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে এই আয়োজনের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।